একঃ-
মীরজাফরেরা শিয়ালের মতো
মুরগীর ভেট পেলে শির করে নত।
দুইঃ-
পাড়টা আগে ভাঙতে দাও
আসতে দাও ঢেউ
যতই ভাঙ্গুক এক জীবনে
জানবে নাতো কেউ।
তিনঃ-
পদ্ম পাতায় জল পড়েছে
পদ্ম ফোটা জলে
পুকুর ভঁরা পদ্ম পাতা
জল টলমলে!
চারঃ-
সুখ দুখ্যের খলে
হৃদ্য যাঁতাকলে
পুকুর বালি তলে
মুক্ত ঝিনুক খোলে!
( কাব্য চায় নান্দনিক ও সদর্থক মনন )