মেঘ ভয়ে পালায় পিঁপড়া
মুখে প্রজন্ম হারায় ঠিকানা।
ভয় - ভয়মেঘ বাতাস ভাসা
তারার আঁচল ভাঁজে আঁধার লুকায়
আঁধার জোনাকেই বাচার আশা
মেঘ,ভয়- আঁধার বাসা ভাসা ।
প্রজন্মের গন্ধ ভাসে বাতাস পিঠে
ঘুমায় মানবিকতা গভীর ঘুমে
বাতাস ঠিকানা হারায় ,মেঘ বয় প্রজন্ম
ঠিকানা হারার আশ্রয় বাসুটে বাসা।
মুলত আশ্রয় প্রজন্ম খোঁজে আঁশটে গন্ধ
নান্দনিকের আশ্রয় এ প্রজন্ম বিশ্বাস ।
আধোজাগা ভোর ছোঁয় সূর্য মুখ
বাচার স্বপ্নে জাগে দিন - হাটে সময়
প্রজন্ম বাঁচে ছুয়ে ছুয়ে আদ্র লালা।
সুর বাজে সুর ভেসে ভাসায়
না বোঝা আধো হাতছানি ডাক।
এ সিদ্ধতা প্রজন্মের -না দেখা ধুঁয়া,
চিলতে আলো জন্ম মৃত্যু ভালবাসা।
মাটি ও মানবিকের ধোঁয়াশায়
বিকলাঙ্গ প্রজনন থামাতে প্রজন্ম খোঁজে
জীবাশ্ম হারানো তত্ববিদের ঠিকানা।