আমার কীর্তন ও ঘর্মাক্ত শরীর
নির্লিপ্ততায় দাহ্য হয়...
বিচূর্ণ করে পদাবলি, নামতা আর
কবিতার বিন্যস্ত আঙ্গিক ও শব্দ শরীর।
ব্লাড ভ্যাসেলে রক্তের চাপ...
বিস্বাদে ন্যুয়ে পড়ি।
রাসেল ও হেগেলের দর্শন বিড়ম্বনায় ।
মূরের নৈতিক শাস্ত্র মত আর মার্ক্সের দ্বান্দিক সংঘাতে
মনন কোষের যোজন ব্যাপ্তি।
আমি খুঁজে পাই আমার শূন্যতা
গাজ্জালির কার্য- কারন সমাপ্তি ও
অষ্টমার্গের আরাধনায়।
ই ই্যকুয়াল্টু এম সি স্কয়ারের ঘর্ষণে,
আমি আবর্তিত হতেই থাকি
বৃত্ত ও ব্যাসার্ধের নিরন্তর আবর্তনে।
এ্যাটম দেখি মহাশূন্য -
জাগতিক মস্তিস্কের কোষে।
জলজ চাঁদের ছায়া নামে
থ্যেলেসীয় জল সীমানা -
আমি ও আমিত্বের অঙ্কুরোদ্গমে।