এ মাসে বোনাস পেলে,
কিনে দিবো রেশমি চুড়ি আর তাঁতের শাড়ী,
সাথে কানের দুল নাকের নোলক কপালের টিপ।
এ মাসে বোনাস পেলে,
ঘুরে আসবো সেই অচেনা জায়গায়
যেখানে অচেনা পাহাড় অচেনা যত পাখী।
এ মাসে বোনাস পেলে,
তোমাকে নিয়ে যাবো সমুদ্রের শেষ প্রান্তে
তোমার কোলে মাথা রেখে শুনবো সমুদ্রের গর্জন।
এ মাসে বোনাস পেলে,
তিন দিনের জাহাজ ভ্রমনে যাবো সুন্দরবন
বনের শেষ সীমানায় যেখানে হাজারো হরিণের বিচরণ।
এ মাসে বোনাস পেলে,
কিনে আনবো বাজারের সবচেয়ে বড় মাছ
সাথে আমাদের ছবি আঁকা মগের জন্য কলম্বিয়ান কফি।
এ মাসে বোনাস পেলে,
নিয়ে যাবো একদিন পাঁচ তারা রেস্তোরায়
মোমবাতির আলোয় তোমাকে নিয়ে হবে নৈশ ভোজ।
এ মাসে বোনাস পেলে,
স্বপ্নের নায়াগ্রা ফলস দেখা হবেনা জানি
কিন্তু মাধবকুণ্ড কিংবা হামহাম নিয়ে যাবোই যাবো।
এ মাসে বোনাস পেলে,
প্রাণপণ চেষ্টা করবো তোমার ইচ্ছে গুলো মেটাতে
যা কিছু চাইবে সব কিছু এনে দিবো শুধু তোমার জন্য।
এ মাসে বোনাস পেলে,
জীবনের বাকী সবটুকু সময় শুধু তোমার জন্য
এঁকে দিবো শেষ বিকেলের গোধূলি আলোয় রংধনু দিগন্ত।