তোমার হাতের রান্না খেতে
খুব জাগলো সাধ,
অমন তোমার হাতের যাদু -
ভুলিনি সেই স্বাদ!

আমার জন্য রান্না শুরু
তখন গভীর রাত,
গরুর মাংসে আচার দিতে
কাটলো তোমার হাত!

অতোটা ব্যগ্র মানায় কি গো -
এই বয়সে এসে!
তোমার হাতের যা হোক কিছু
খাবো তাই ভালবেসে।

হোক না লবন একটু বেশী
না হয় বেশী ঝাল,
গরম ক্ষীরের লোভে লোভে
পুড়ুক না হয় গাল।

একটু না হয় দেরীই হলো
কিই-বা আসে-যায়,
অন্যকারো দুষ্টু কথা
আর মেখোনা গায়।

তোমার হাতের রান্না খাবো
বলি না আর লাজে,
ইচ্ছেগুলো সাজিয়ে রাখি
রঙিন স্মৃতির ভাঁজে।

ইচ্ছে গুলো বাঁধিয়ে রাখি
হৃদয় ছবির ফ্রেমে,
একটু নাহয় রইলুম পড়ে
তোমার হাতের প্রেমে!