বিষন্ন চোখ ছলছল, বাজে করুণ বাঁশী
নিস্তব্ধ রাত, অন্তরে তবু স্বপ্ন রাশি।
অন্ধকার আকাশে অগণিত তারা
অবাক তাকিয়ে রয় - ওরা স্বজন হারা।
নিস্পাপ মুখে লেগে থাকা আশা-
যদি পায় খুঁজে এতটুকু ভালোবাসা।
প্রত্যাশা হাতছানি দেয় বারবার
পেতে এতটুকু আশ্রয়ের অধিকার।
চায় শুধু এইটুকু ভালোবাসা-আদর
দেখেনি কখনও চোখে স্নেহের চাদর।
মুখে লেগে থাকা তাদের ঐ হাসি
বড় নিষ্পাপ, বড় ভালবাসি।
অল্পতে বাঁচে, অল্পতে হাসে,
অল্পতে খুশি - বড় সুখে ভাসে।
এক বেলা খেয়ে একটি জামা-য়,
খুব ভাল চলে, দিন চলে যায়।
মাথার উপর একটু কেবল ছায়া
আর একটু ভালবাসা-স্নেহ-মায়া
ওদেরকেও আলোয় আনে তুলে
কাছে টানি তাই সবকিছু ভুলে...
বৈশাখ ১, ১৪৩০