দেখরে তোরা দেখ্ চেয়ে দেখ্,
জয় বাংলা'র ঢল,
দাবিয়ে রাখা নয়কো সহজ,
এবার কী করবি বল!
চেয়েছিলি দিতে মুছে
মুক্তিযুদ্ধের ইতিহাস?
এই অপরাধ মাথায় নিয়ে
পড়বি গলায় ফাঁস।
বাহান্নকে খেয়েছিস তোরা
উর্দু ভাষার নামে,
বাংলা আমার মায়ের ভাষা
অনেক রক্তের দামে।
এতই সোজা চাপিয়ে দিবি
তোদের মুখের বুলি!
যায় কি ভোলান মায়ের ভাষা
চালিয়ে বুকে গুলি!
জাতীয় সংগীত বদলে দিবি
এতোই তোদের আশা?
'আমার সোনার বাংলা' গাইবো
বুকে নিয়ে ভালবাসা।
বাংলায় বাঁচি বাংলায় গাই
বাংলায় কাঁদি-হাসি,
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
পতাকার রঙ বদলে দিবি-
দেখিস্ দিবা স্বপন?
ঐ পতাকার লাল-সবুজে
আগামী করেছি বপন।
যে আগামী বয়ে আনে দিন
অমিত সম্ভাবনার,
লাল সবুজের ঐ পতাকা
বাংলার জনতার।
একাত্তরকে গিলবি বলে
ষড়যন্ত্র-কারুকাজ,
আওয়াজ উঠেছে 'জয় বাংলা'
তাতেই মাথায় বাজ!
দেশের জন্য দিয়েছি মোরা
তিরিশ লক্ষ প্রাণ,
কেড়েছিস তোরা দুই লক্ষ
মা-বোনের সম্মান!
লজ্জা হয় না হে জারজ,
মুখোশ সরাতে তোর?
চেয়ে দেখ্ কালরাত্রি শেষে
আসে নতুন ভোর।
পঁচাত্তুরের কালোরাত্রি
মুছবি বাটন চেপে?
মুজিবের কণ্ঠে আজও তোরা
ভয়ে মরিস্ কেঁপে!
যুদ্ধাপরাধীদের বিচারে তোদের
অনেক অন্তর্জ্বালা,
ভুলতে না পেরে তাই বলে কি
ভাঙলি জেলের তালা?
মুক্ত করেছিস সকল জঙ্গী
তোদের প্রাণের ভাই,
এই বাংলায় কোন উগ্রপন্থী
জঙ্গীর ঠাঁই নাই।
চব্বিশে তোরা স্বাধীন হলি
ও-রে রাজাকার বাচ্চা!
তোদের মরার সময় এসেছে,
বলে দিচ্ছি সাচ্ছা।
পথ খুঁজে নে পালাবি কোথায়
সময় থাকতে থাকতে,
একাত্তরের মতো এবার
আর পারবি না ভাগতে।
বত্রিশ নম্বর জ্বালালি তোরা
ইতিহাস মুছে দিতে?
অপেক্ষায় থাক্ আসছি মোরা
এই প্রতিশোধ নিতে।
চেয়ে দ্যাখ ঐ পোড়াবৃক্ষে
আবার জেগেছে পাতা,
ইতিহাস কখনও করে না ক্ষমা
মোছেনা অতীত খাতা।
এতই তোদের বিকৃত জ্বালা
মানচিত্র নিবি ছিনিয়ে?
হৃদয়ের দামে কিনেছি এ দেশ
এই কথাটা জেনে নে।
হৃদকম্প তো শুরু হয়ে গেছে
দেখেই জয় বাংলার ঢল,
বাঙালিকে দাবানো এত সোজা নয়,
বুঝেছিস্ এবার বল।