একদিন এই পথে
হেঁটে গেছি কত,
শৈশব-কৈশোরে
আছে স্মৃতি শত।

ধুলোমাখা মুখরিত
সেই সব দিন,
কত শত কথকতা
কত কত ঋণ!

দল বেঁধে হেঁটে গেছি
বন্ধু-স্বজন,
এখনও হাঁটছি, তবে
গুটি কয়জন।

ভেসে উঠে সেই দিন
আলোময় ছবি,
স্মৃতিতে কাতর করে
করে যেন কবি।

চেয়ে দেখি নিজ পানে
জমা ধুলো-বালি,
যত চাই পিছুপানে
পথ যেন খালি।

এই পথ ধরে ধরে
হেঁটে হেঁটে শেষে,
কতজন এলো গেল
শুধু ভালবেসে।
এই পথে আজ হাঁটে
আগামীর জন,
নতুন জীবনে ওদের
নব সমীরণ।

ওরাও অতীত হবে
কোন একদিন,
ওদেরও থাকবে দেনা
জীবনের ঋণ।

এই পথ মিশে যায়
জীবনের বাঁকে,
শত ছবি স্মৃতিকথা
শুধু পড়ে থাকে।