বড় ভালো লাগে
মুখোমুখী বসে থাকা,
বড় ভালো লাগে
নিশ্চুপ চেয়ে থাকা।।

ভালো লাগে শুধু-
নীল শাড়ী ভেজা চুলে,
ভালো লাগে শুধু
নূপুর পা’য়ে বেলী ফুলে।

ভালো লাগে তোমার
মায়াবী চোখ-লাজুক হাসি,
ভালো লাগে তোমার
মধুর কন্ঠে ভালোবাসি ভালোবাসি।।