আমাদের আর দেখা হবেনা কোনদিন,
কফিসপে ঘন্টার পর ঘন্টা, অথবা
পার্কে বেঞ্চিতে পাশাপাশি ফ্লাস্কের চা
হবে না আর কোনদিন।
একশ' কাপ চা খাবো বলে
যে প্রতিজ্ঞা করেছিলাম,
হবেনা আর কোনদিন সে প্রতিজ্ঞাপালন।
রিক্সার হুড ফেলে দিয়ে
শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত,
রিক্সার হুড তুলে গায়ে-গায়ে মিশে ঘুরে বেড়ানোর
আমাদের সেই ইচ্ছেগুলো আর পুরণ হবে না কখনও!
দিনে দিনে আমরা আরো ব্যস্ত হয়ে যাবো,
প্রতিদিন আমাদের এক-পা' এক-পা' করে
বাড়বে বয়স!
আমরা আরো বেশী বিষন্ন এবং ক্লান্ত হয়ে যাবো।
আমাদের আর দেখা হবে না কোন দিন।
তারপরও আমরা বেঁচে থাকবো,
আমাদের অপূর্ণ ইচ্ছেগুলো
বুকের গভীনে লুকিয়ে
আমাদের আর দেখা না হবার বেদনা বহনে
আমরা বেঁচে থাকবো।
আমরা বেঁচে থাকবো,
আমাদের না বলা প্রতিটি কথার মালা গেঁথে-গেঁথে।
জানি আর দেখা হবে না,
তবুও অটুট থাকুক আমাদের ভালোবাসা।