স্বপ্নে দেখার জন্য হলেও একটি মেয়ে চাই।
ভাল-টাল নাই বা বাসুক, দুঃখ দিলেও তাই।
লজ্জাবতীর লজ্জা মাখা, ধূসর কালো চোখ।
আধারে যে জোছনা নামায়, সেই চাউনি-ই হোক।
প্রজাপতির আচর মাখা ঢেউয়ের মত ঠোট।
হাসিতে তার পদ্ম ফোটে জোয়ার ভাঙে স্রোত।
চুল যেন তার অন্ধকারের জমাট বাধা রূপ।
দীঘল কাল কেশের মোহে ঝিঝির দলও চুপ।
কন্ঠে তাহার শত বীণার মধুর সুরটি বাজে।
গান শুনে তার মুগ্ধ হয়ে রাত জোনাকি নাচে।
চোখের মায়ায় দৃষ্টি অবাক, নিষ্পাপ সেই মুখ।
স্তম্ভিত ঐ শীতল চাওয়ায় অদ্ভুত এক সুখ।
স্বপ্নলোকের আকাশপথে গেয়ে বেড়াই রোজ।
চাই যে আমি, কল্পিত সেই রাজকন্যার খোজ।