স্বপ্ন ছিল চোখের কোনে
ঘুমপাড়ানির গল্প মনে।
সূর্যিমামা বুজলে নয়ন
ঝিঝির সে গান বাজত কানে।

চাঁদের বুড়ি চরকা কাটে
তারাগুলো বেজায় হাটে।
বোবা হত রাতের আকাশ
নীরব হাওয়া বইত মাঠে।

ফুলগুলো সব ঘুমিয়ে গেলে
জোছনাটা তার ঘোমটা খোলে।
ধূসর রঙের ছায়ার বুকে
সবুজ আলোর জোনাই জ্বলে।

ক্ষণের পরে ক্ষণ কেটে যায়
রোদ্দুরও তার লাজটা হারায়।
দিগন্তের ঐ দরজা খুলে
ভুবনটাকে আলোয় ভরায়।