অনেকদিন পর আপনাদের মাঝে ফিরলাম।

চোখের মাঝে ঘুম চেপেছে
গভীর মনে আজ।
অলসতার সেই কপালে
রুক্ষতার এক ভাজ।

সুরের নিচে সুর বয়ে যায়
নির্বাক সেই গান।
একটুখানি কালোয় কাদে
জোছনাটারও প্রাণ।

হালকা রোদে বৃষ্টিটাকে
লাগছেনা আর ভালো।
আড়মোড়া সেই মেঘকণাটার
শেকল ছিড়ে ফেল।

বলছে দেখ সবুজ শিশির
রঙিন হতে চাই।
এই ভেবে তাই ঘাসফড়িং এর
লাজের সীমা নাই।

বিন্দু বিন্দু জল শুষে নেয়
সাগর থেকে ওই।
বললে পরে সূর্যিমামা
জোরছে শুধায় কই।

আবোল তাবোল লিখছি কী সব
কবিতা লেখা ভুলে।
মনের মাঝে সরল দোলক
বিষমভাবে দোলে।

আমার এইচ এস সি পরীক্ষা চলছে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ