তোমরা কি কেউ বলতে পার,
অচেনা সে অনুভূতির কথা ??
সহস্র শত সুখের আড়ালে,
বুকের মাঝে যে জাগায় ব্যথা।
তোমরা কি কেউ দেখেছ কখনো,
দুঃখের আড়ালে সুখের অভিনয় ??
ছলনাময়ী সে মনের কাছে,
বিবেকের নিষ্ঠুর পরাজয়।
তোমরা কেউ কি বুঝতে পার ??
ক্ষত-বিক্ষত মনের ভাষা।
অশ্রুসিক্ত চোখ ভেদ করে,
কঠোরতার সে বেরিয়ে আসা।
তোমাদেরও কি অনুভূত হয় ??
বাম পাজরের যন্ত্রণা কোন।
তীক্ষ্ণ কাচের ফলার মত,
বিধে আছে কিছু হৃদয়ে যেন।
তোমাদের চাই জানিয়ে দিতে,
ভালবাসাটার আসল মানে।
কি রেখে কি বলব বল??
যে বাসে সে নিজেই জানে।