আমাদের সাহিত্যপ্রেমী মানুষদের জন্য আজকের দিনটি ঈদের দিনের মত আনন্দের। কারণ বাংলা ভাষা না থাকলে, আমাদের কোন অস্তিত্বই থাকত না।
তাই হৃদয়ের গভীর কোনে জমে থাকা ভালবাসা থেকে নিয়ে ভাষা শহীদদের উদ্দেশ্যে লেখা আমার এ কবিতা।
বাংলা আমার মায়ের ভাষা,
এই ভাষাতেই কথা কই।
এই ভাষাতেই মনকে বোঝাই,
দুঃখ মাঝে যখন রই।
হাজার শত কাব্য লিখি,
এই ভাষারই ছন্দেতে।
গানের মালা জড়িয়ে বেড়াই,
এই ভাষারই অঙ্গেতে
স্বপ্ন দেখি, পদ্য লিখি
বর্ণিল হই বর্ণেতে।
সেই বর্ণই লুকিয়ে থাকে,
এই ভাষারই ঝর্ণাতে।
এই ভাষাটি মধুর হলেও,
রক্তিম তার ইতিহাস।
৫২ র সেই রাজপথটির,
যেদিক তাকাই সেদিক লাশ।
মরল শফিক, রফিক, সালাম
জব্বার আর বরকত।
রক্তে তাদের লাভা বেরোয়,
জ্বলছিল সে রাজপথ।
শেষ পর্যন্ত বাংলা পেলাম,
হারালাম সেই ভাইয়েদের।
তোমরা আছ কথায় মিশে,
ভুলব নাকো তোমাদের।