মনটা আজ চঞ্চল নেই,
নিস্তব্ধতায় ঢাকা।
পাচ্ছিনা খুজে, রেখা ছিল যত
মনের দেয়ালে আকা।
যেদিকে তাকাই, কুয়াশায় ঘেরা
তীব্র অন্ধকার।
স্বপ্নরা শুধু নিচে পড়ে আছে,
জ্বলে পুড়ে ছারখার।
অস্তিত্বহীন উভ্র আলোয়,
চারদিক স্তম্ভিত।
ভয় পেয়ে গেছে, চিন্তারা সব
হচ্ছে যে শিহরিত।
চির অচেনা কন্ঠেরা সব,
করছে হাহাকার।
অজানা সুরেই বাজছে মনে,
গীটারের সেই তার।
চাই আজ চাই স্পর্শ তোমার,
নিরঃবিচ্ছিন্ন ক্ষণে।
কালো রোদের সোনালী ছায়ায়,
জ্বালবে আলো মনে।