"আজকে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের জন্মদিন। আর এই কবিতাটা ওর জন্যই লেখা।"

কলেজটা আজ ফাকি দিলাম,
করব পকেট শুন্য।
স্যারের বকা সহ্য করি,
দোস্ত তোরি জন্য।

শান্তশিষ্ট ছেলেটা আমি,
হয়েছি আজ হন্য।
মারব বলে ঐ ছেলেকে,
দোস্ত তোরি জন্য।

ভোর সকাল আর রাত্রিবেলা,
করিনি কিছু গণ্য।
লুঙ্গি পড়েই বেড়িয়েছি আমি,
দোস্ত তোরি জন্য।

প্রব্লেমে তুই পড়লে কোন,
ভাবিনি কিছু অন্য।
ঝড়ের বেগে ছুটে এসেছি,
দোস্ত তোরি জন্য।

পরীক্ষায় আমি দেখিয়েছি তোকে,
করিনি স্যারকে মান্য।
শেষ পর্যন্ত খাতাটা গেছে,
শালা তোরি জন্য।

দোস্ত তুই সবচেয়ে আপন,
দীপ্তিময় এক বর্ণ।
জীবনটাও বাজি রাখতে পারি,
আমি তোর জন্য।