মেঘকালো ঐ চোখ তোমার,
ছলছল করে আমায় দেখে।
ঢেউ খেলানো ঠোট তোমার,
উচ্ছল হয় হাসিটা মেখে।

রূপায়িত হয় অনুভূতিগুলো,
সরিয়ে ফেলে অভিনয়কে।
এক মুহূর্তের সুখ এসে,
চঞ্চল করে ঐ মনটাকে।

ভাবছ আমি
খেয়াল করিনি।
এড়িয়ে গেছে দুচোখ থেকে।

কিন্তু আমি,
সবই জানি।
ব্যাকুল রয়েছ আমায় রেখে।

তবে কেন এই দূরে থাকা,
নিজের সাথেই প্রতারণা।
মন থেকে চাইছ যাকে,
সামনে এলে করছ মানা।

না শোনানো গানটা আমার,
মনেতে আজও গুনগুন কর।
পুরনো সেই স্মৃতি মনে করে,
অশ্রু ঝরাও ঝরঝর।

দৃষ্টি মেলাও,
আমার সাথে।
সীমাবদ্ধতা আছে জানা!!

এরপরও কি
বলবে তুমি?
আমায় এখনো ভালোবাসনা।