তোমার ভাবনার ক্ষুদ্র পরিসরে আমায় বিবেচনা করোনা
সেরিব্রামের ঘুমন্ত কোষ দিয়ে আমায় মূল্যায়ন করোনা,
তোমার  মানসিকতা দূর্বলতা আমার উপর চাপানোর চেষ্টা করোনা,
তোমার ঐ ঘোর আচ্ছন্ন মনে আমায় দেখো না,
আমি মানুষ, স্বকীয় এবং পরিবর্তনশীল,
গতকাল যে ভুল আঁকড়ে ছি আজকে তা শুধরে নিই,
ভুল-ভ্রান্তি ছাপিয়ে উদ্যমী হয়ে ছুটে চলি,

তাই আসো রোষ-বিদ্বেষ বা দোষারোপ নয়,
পথের সঙ্গী হই, একে অপর কে শুদ্ধি হতে সহায়তা করি,
সুস্থ মনুষ্যত্বের পৃথিবী গড়ি।

আমি চিনি আমার স্বত্ত্বাকে খুব,
তুমি শুধু করতে পারো আপেক্ষিক ধারণা……