ঐ নীল নীলাকাশ
মেঘের মাঝে লুকায়িত দিনেশ,
ধানের ঠগায় বিন্দু বিন্দু জমে থাকা শিশির
ঐ গাছ আর গাছে বসে থাকা পাখির কিচিরমিচির
এই খেয়াঘাট এই জীর্ণ তরী
এই কাশ ফুল; এই সুপারি গাছ সারি সারি।
(ক্ষুদ্র এ জীবন ,ভ্রমেই ফুরিয়ে যায়
পরিবর্তন হয় চাহিদা না ফুরোয়,
যদিও কেউ কখনো হতে পারেনি ঋদ্ধ,
একটি পেলে আরেকটি চাই প্রসিদ্ধ ।)
আর,
জানো তো আমিও নশ্বর
পুরো ধরনী গড়েছে খেলার ছলে ঈশ্বর,
কোন কিছু থাকবেনা চিরকাল
এই আছে এই নেই
সময় বয়ে যাবে;
পরিবর্তন হবে; হতে থাকবে,
হয়ত ব্যবধানে যুগ-শতাব্দি-মহাকাল।
তাই তুমি
ভালো থেকো,
ভালো থেকো,
ভালো রেখো,
ভালো বেসো।
দেখা হবে অন্যথায়,
এখন বিদায়; জানাই শুভ কামনা তোমায়....