আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান
আমাদের প্রেমের ধারা ভিন্ন;
একরাশ গোলাপ লাগে না আমাদের
প্রেম নিবেদনে।

শুধু একটু জীবনের প্রত্যাশা যথেষ্ট
আর ছুঁটন্ত একমুঠো স্বপ্ন;
আমরা সইতে পারি একবুক কষ্ট আর
ভালোবাসার স্পন্দন।

আমাদের ভালোবাসায় স্বর্গ লাগেনা
একটু হাসিতেই আমাদের স্বর্গ;
আমাদের মেকি রূপসজ্জা মানায় না-
কারণ আমরা সমাজের ঠাঁট্টা।

আমাদের ক্ষুধার জ্বালা একটু বেশি
পেয়ালায় বেদনা পান করি;
সত্যি আমরা নিজে নিজের সাথে বেশ
অভিনয় করতে পারি।