প্রেমের পবন বহিছে আজি আমার মর্ম জুড়ে,
উড়িয়া আমি যাইতে চাহি সেই পবনের তোড়ে।
মর্মভেদী নেহ আমার জ্বালাইতেছে দেহ,
নেহশুরা পিয়ে আমি কাটাইতে চাই মোহ।
কাটিবে মোহ, জ্বলিবেনা দেহ,
শুধাও যদি তুমি আমার--পাবেনা আর কেহ।
যখনি রাখি তব নয়নে আমার ব্যগ্র অক্ষি,
সমুদয় আমোদ ভুলিয়া গিয়া চাই তোরে পক্ষী।
নাকে তোমার নোলক পরা, মাথায় লম্বা চুল,
তোমার জন্য ভাঙ্গতে পারি জাতি-বর্ণ-কুল।
ঠোঁটে তোমার বাঁকা হাসি, কন্ঠে তোমার শীধু,
তোমার জন্য আনবো স্বর্গ--হও যদি মোর বধু।
চলন তোমার আঁকাবাঁকা, কথন তোমার উ'সী,
নিশি রাতের জোনাক তুমি, তুমি আমার শশী।
বালিকা--সূর্য যবে উঠবেনা রে পূর্ব নভোর পানে,
তদ্যপিও থাকবে তুমি আমার হৃদয় গহীন কোণে।
যখন সূর্য দিবেনা আর সুতনু-সুরুপ আলো,
তখনো রাখবো তোমায়, ভাসবো তোমায় ভালো।
তুমি আসবে কি মোর মন মন্দিরে;কর অঙ্গীকার।
বালিকা---তোমায় ভালোবাসি বলছি বারংবার।
বাধা আসতে পারে গো জান কাছে আসার পথে,
সকল বাধা ভাঙ্গতে হবে বিজয় দেখা পেতে।