নিকাশ কালো অন্ধকারে ভাবছি একা বসি,
কী করিলাম মিছে মায়ার এই দুনিয়ায় আসি।

কৈশোর গেলো,যৌবন গেলো,গেলো কত কাল,
আজ অবধি পারলামনা তুলতে জীবন নদীর পাল।

বৃদ্ধ হলে পড়বো নামাজ,রাখবো রোজা কষি,
হজ্ব করিবো, দান করিবো,সকল প্রতিবেশী।

করছি কত ঘৃণ্য কর্ম, করছি কত পাপ,
ভাবছি বুঝি আল্লাহতায়ালা করে দিবেন সাফ।

সুদে-ঘুষে জীবন গেলো,খেলাম কত হারাম
দু'হাত ভরে করছি গ্রহণ,যাহা যেথা পেলাম।

খেলাম নিজের উদর ভরে,করলাম ফুর্তি-ভোজ,
প্রতিবেশী খাইলো কিনা, নিই নাই কবু খোঁজ।

ভাষা ছিলো নিম্নমানের, উচ্চমানের বাসা,
একবারও ভাবলামনা কেনো এই ভবেতে আসা।

আমার আছে অনেক টাকা, অনেক পয়সা-কড়ি,
কতকিছু খুঁজলাম আমি, খুঁজলাম না মোর নাড়ী।

নাড়ীর টানে আপন মনে করতাম যদি ধ্যান,
এই ধরিত্রী হত আমার জ্ঞান-পুণ্যবান।

কৈশোর নাহি, যৌবন নাহি, নাহি কোন কল্প,
সময়মত করবো আমল,হোক যদি তা অল্প।

রহিম-রাহীম সাক্ষী আমার,সাক্ষী মজিদ রাব্বানা,
আর হবোনা ভ্রান্ত আমি,হবো রবের দিওয়ানা।

ধ্যান করিবো, স্নান করিবো রহমেরই সাগরে,
শপথ আমি করলাম এবার মাবুদ তোমার দরবারে।