প্রখর রৌদ্র-ঝাঁজে, বৃষ্টিস্নাত প্রাতে তোমাকে চাই।
তোমাকে চাই, শুধু তোমাকেই চাই।
সকালে কিংবা বিকেলে কিংবা নিঝুম চন্দ্রিমার রাত্রিতে,
মনের সকল বিষণ্ণতা দূর করতে চাই আমি তোকে।
শরতে কিংবা হেমন্তে,বর্ষায় কিংবা বসন্তে,
তোমাকে চাই আমি জীবনের শেষ প্রান্তে।
শীতের কনকনে ঠান্ডায়,কিংবা উষ্ণতার রুক্ষ আবেশে,
চাই শুধু তোকে আমার শয্যা পাশে।
সন্ধ্যের গোধূলী লগ্নে,কিংবা সূর্য্যোদয়ে,
তোমাকেই চাই শুধু প্রীতিপূর্ণ আলয়ে।
মধ্যাহ্ন ভোজ, কিংবা রাত্রীর ডিনার প্লেটে,
তব প্রণয় চাই আমি তোমার উষসী ঠোঁটে।
বিরহের অশ্রুসিক্ত নয়নে কিংবা সুখের অনিন্দ্য সাগরে,
লালায়িত নয়নে প্রেমের দাবি নিয়ে যাবো তব দুয়ারে।
ব্যার্থতার পটভুমিতে কিংবা সার্থকতার সন্ধিক্ষণে,
জীবনের এপারে,কিংবা মরনের পরে,
চাই শুধু ভালবাসা, চাই শুধু তোরে।