বন্ধু তুমি,শত্রু তুমি,তুমি আমার সখা,
ভাবতেই আমার কষ্ট লাগে ;হবেনা আর দেখা।
ইটিং হইতো, সিটিং হইতো, হইতো কত চ্যাটিং,
সব সম্পর্কের টানলাম ইতি ;আজ এখানেই এন্ডিং।
সুখে ছিলে, দু:খে ছিলে, ছিলে ভালো-মন্দে,
আজ এখানেই দিচ্ছি বিদায় কষ্টের শ্লোক-ছন্দে।
নিত্যদিনই নিতে খবর,দিতে শক্তি- বল,
আরে! আমি আছিনা? চিন্তা কীসের? চল।
খবর নিতে বাবা-মায়ের,খবর নিতে বোনের,
ভাইগুলো তোর কেমন আছে? দাওয়াত দিবি বিয়ের?
কত হাসি, কত গান,করছি মোরা শেয়ার,
এখন থেকে এসব কিছুর হবেনা আর কেয়ার।
সুজন আমার, স্বজন আমার,ভালো থেকো তুমি,
তুমি ছাড়া জীবন আমার শূন্য মরুভূমি।