প্রথম যেদিন তোমায় আমি চোখে দেখিলাম,
সেদিন থেকেই বক্ষ মাঝে তোমায় গাঁথিলাম।
ধীরে ধীরে মনটা তোমার প্রেমে পড়িলো,
বক্ষ থেকে দু:ক্ষ সরে সুখ আসিলো।
তোমায় নিয়ে হাজার রকম স্বপ্ন বুনিলাম,
স্বপ্নঘোরে বিভোর আমি তোমাতে হারলাম।
সুখসাগরের অতল জলে হাবুডাবু খাই,
তোমার হাসি দেখে আমি স্বর্গসুধা পাই।
রাত জাগিয়া ভাবি তোমার বাঁকা ঠোঁটের হাসি,
সেই হাসিতে মগ্ন আমি তোমায় ভালোবাসি।
তোমার ভালোবাসার তরে আমি আমায় সঁপিলাম,
আমার বুকের সকল ভালোবাসা তোমাকে দিলাম।
হাজার হাজার স্বপ্ন আমি তোমায় নিয়ে বুনি,
কত দুষ্ট লোকের নষ্ট কথা নিত্য আমি শুনি।
হাজার লোকের মাঝেও আমি তোমায় খুজে ফিরি,
আমি তোমার ফরহাদ; বন্ধু,তুমি আমার শিরি।
তোমায় নিয়ে আমি সুখের ভেলা ভাসাইলাম,
সেই ভেলাতেই অপার সুখের কাব্য রচিলাম।
এই জনমে,পরজনমে তোমায় আমি চাইবো,
আসুক যতই বাধা-বিপদ সবই আমি সইবো।
শত কষ্টের আগুনে বন্ধু পুড়তে আমি রাজি,
তোমার জন্য হইতে পারি দু:খ-নায়ের মাঝি।
তোমার হাসিমুখের কথা শুনে উদাস হলাম,
তোমার জন্য জীবন যুদ্ধে বাজি ধরিলাম।