দেশটা কি তোর বাপের কেনা?
দেশটা হলো হাসুর,
দেশটা হলো জঙ্গিভরা
ছাত্রলীগের চাকুর।
দেশটা কি তোর সভ্য জাতির?
দেশটা হলো মালের,
দেশটা হলো কাদের ভাইয়ের
কাউয়া ভরা BAL-এর।
দেশটা হলো নাহিদ কাকার,
দেশটা হলো গবার।
দেশটা হলো সাধুসাজা
ভন্ড দরবেশ বাবার।
দেশটা আজি নয়তো ওরে
বঙ্গবন্ধুর বাংলা,
দেশটা আজি খামছে ধরছে
চোর,ডাকাত আর কামলা।
সেই দেশেতে কোন আশেতে
করছিস তোরা দাবি?
করলে দাবি বাপ হারাবি,
কেউ হারাবি হাবি।
বাবা মরবে,হাবি মরবে,
তুইও মরবি শালা,
আমরা হলাম সোনার বাংলার
চোর ডাকাতের চেলা।
( বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলা & তাদের নেতাদের জীবন নাশের হুমকি দেওয়ার প্রতিবাদস্বরুপ এই বিদ্রুপাত্নক কবিতাটি )
১ জুলাই, ২০১৮।
আব্দুল মজিদ।