জীবন কতই না বৈচিত্র্যময়
কত ছলনাময়ী নারীতে পূর্ণ,
তুমিও কি সেই ললনাদের একজন
যে আমার জীবনকে করেছিলে শূন্য?
তুমি ছিলে আমার সেই হেলেন
যার জন্য গ্রীক নগরী হয়েছিলো ধ্বংস,
তোমার রুপের তেজ জ্বালিয়ে পুড়িয়ে
আমায় করেছিলো ভস্ম।
তোমার মায়াময়ী চোখের দিকে
তাকিয়ে থাকতাম অপলক দৃষ্টিতে,
আর ভিজতাম মোরা দুজনা একসাথে
কল্পনার বৃষ্টিতে।
তোমার সেই হাসিমাখা প্রিয় মুখখানি
এখনো আমাকে দিয়ে যায় শুধু হাতছানি।
এখনো আমি খুঁজে বেড়াই
আমার সেই হারিয়ে ফেলা ভালোবাসা,
জানি তোমাকে ফিরে পাওয়ার নেই
সামান্যটুকু আশা।
তবুও তোমার আশায় পথ চেয়ে থাকি
কখন যে আসবে তুমি,
কারণ তুমিই আমার ছলনাময়ী
জীবনের চেয়েও দামী।