বাঙময় রক্তের আকরে আকরে ভালবাসার রাখিবন্ধন
ভালবাসা গোলাপের জীবন্ত পাঁপড়ী দ’লে দ’লে পায়
ফুলের কুঁড়ি হত্যা করে করে ভালবাসার অকালবোধন
ভালবাসা হেরোইন মারিজুয়ানার হন্তারক নেশায়
ভালবাসার উৎসব কাটা-রাইফেলের গলাফাঁটা চিৎকারে
লাশের সংবর্ধনা যেন কেবলই লাশের গলিত-গালিচায়
গ্রেনেড-বৃষ্টিতে সিরিজ বোমায় কিংবা রকেট লাঞ্চারে
বারুদের গন্ধে-গন্ধে মাতাল মিডনাইটের সোডিয়াম নেশায়
ভালবাসার অশ্বমেধ আয়োজন কেবলই আয়োজন
তোমাদের এ ভালবাসা কোন মানুষ, কোন মানবতার জন্য
সাইনবোর্ডধারী দেশ-মাটি প্রেমের এ তোমার কেমন ধরণ
কোন রাষ্ট্রবিজ্ঞান, কোন দর্শন কিংবা কোন ধর্মে গণ্য
বিদ্রোহী এ মন তাই কেবলই কিছু বিপ্লবী প্রশ্ন করতে চায়-
কোন মাটি ও মানুষ মানবে এ দানব ভালবাসার আয়োজন?
সভ্য চরাচরে এ কোন ভব্য দশা তোমার এ কোন মহা দায়!
এ তোমার কেমন চাওয়া-পাওয়া, কেমন ত্যাগ ও অর্জন!