একটা গল্প শুনলাম ঠিক গল্পের মতন- আমাদের নাকি দারিদ্র্য হ্রাস পেয়েছে
আরেক দফা এই দুর্দিন বৈরী সময়ে। অনুবার্তায় দেখা গেছে-
উল্টোদিকে ভাটির টানের ন্যায় আয় কমেছে, পাশাপাশি দেনা গেছে বেড়ে
ফিরে আসা নদীর মতো।কেননা, মূল্যবৃদ্ধির সুনামি এসেছে বড্ড তেড়ে
তাই বেড়ে গেছে আয় বৈষম্য, ধনী-গরিবের কুৎসিত ফারাক
অথচ ঠাকুরমার ঝুলি থেকে বেরিয়ে এলো রূপকথার গল্প আর এক-
জোয়ারের স্রোতের মতন শনৈঃ-শনৈঃ বাড়ছে আমাদের মাথাপিছু আয়
তাই রেকর্ড বলে-আমরা ধনী হয়ে গেছি বেজায়;
সর্বোচ্চ রেকর্ডের ভাষ্য-সিঙ্গাপুর ডিঙ্গিয়ে আমরা আমেরিকার কাছাকাছি প্রায়!
আমাদের আর কিসের ভয়?

কালবৈশাখি ঝড়ের মতন হঠাৎ করে দেখলাম গড়আয়ু কমে গেছে বেশ
তাহলে উন্নয়ন-পণ্যের গন্তব্য যে হতভাগা মানুষ-তারা কি শেষ
হতে যাচ্ছে বেলুনের মতন? অষ্টদিশে অশ্বগতিতে ছুটেছে মূল্যবৃদ্ধি
কমেছে শুধু মানুষের আয়, কমেছে তাদের সঙ্গতি;
প্রতিটি দিন চলে প্রতিটি ঘরেঘরে
পুষ্টি, স্বাস্থ্য, ভব্যতা এমনকি জীবনের সাথে আপোষরফা করে
তাহলে গড়আয়ু কমাটা কি স্বাভাবিক নয়?
এরপরেও হটকারী নেতার মতো শুনাবে উন্নয়নের গল্প! বলবে-নেই কোন ভয়!

নিজের মতো করে গড়া নিজের পরিসংখ্যান দিয়ে
রাতারাতি ম্যাজিকের মতন আয় বাড়িয়ে, আদম কমিয়ে
গোপন কলমের খোঁচায়, জানি হাওয়াই মিঠাই উন্নয়নের সৌধ গড়া যায়
বলি-তাতে ভাগ্য-বিড়ম্বিত এই মানুষের কী-বা এসে যায়!
মানুষতো শুধু একটা শুদ্ধ প্রজাতন্ত্রের সোচ্চার প্রজা হতে চায়,
কখনো সামন্ত প্রভুর দাসানুদাস কোন প্রজা নয়
তার স্বপ্ন-সে নিজের হাতেগড়া মানুষ হতে চায়। তার এইটুকু শুধু বায়না-
সে মিথ্যা রাজার হাতেগড়া ফানুস হতে চায়না
                     (ডিসেম্বর ২০২৩, ঢাকা)