আজকের এই উঠোনজোড়া অবশ্যম্ভাবী কুক্ষণে
আমার সত্তাটাকে আচ্ছা করে টুয়িষ্ট করে দিলাম;
আজ থেকে তেলে মোড়ানো কথাগুলো ঝুলন্ত বনে
কুঁচ ফলের মতো ফাঁটবে। রুগ্নটে যত মনস্কাম
আমার, ঘোড়ার মতো হাঁটবে, আর সর্বক্ষণের বিশ্বাস-
জমাটবাঁধা প্রতিজ্ঞা গ্যাসবোমার মতো উড়বে আকাশ বেয়ে
ঈশানের দীর্ঘশ্বাস হবে আমারই প্রতিটি নিঃশ্বাস
তারা আর থাকবে না কোমায়, তোমরা দেখবে চেয়ে