তিনটি অক্ষর-স্বদেশ, বড়ই যে আপন
হৃদয়ের একান্ত ভেতরের গভীরে অনুক্ষণ
বিরল অনুভূতির এক হুলুস্থূল খেলা
কৃষ্ণচূড়ার মতো থোকা-থোকা আগুনের মেলা।
 
স্বদেশ আমার প্রেমিক সত্তার এক মহাসত্য
অরণ্যের মতো কেবলই স্নিগ্ধ গাঢ় নীলের মাহত্ম্য
আমার গভীর ভালবাসার ক্যানভাস জুড়ে কেবল
ছবির মত বাঙময়, শুকতারা হয়ে করে জ্বল-জ্বল
 
জানি একদিন মরতে হবে আমাকে, সে মরণ
হবে ঠিকই অস্তমান এক সূর্যের মতন
এক দলা জমাটবাধা কিংশুক লালের সমাহার
এ আমার কবিতার আবির-রঙা অঙ্গীকার