ঈদুল আদহা-পবিত্র সে শব্দযুগল, অতঃপর……
বলিদান উদযাপন……ত্যাগের উৎসব……ত্যাগের খুশি দিনভর
জানি ত্যাগের মূল্য শুধুমাত্র প্রিয়তায় হয়
কখনো বিত্ত মূল্যে নয়
তাইতো পরীক্ষা একজনকেই দিতে হয়েছিল; সবচেয়ে প্রিয়দের একজন
সবচেয়ে প্রিয় বস্তুকে বলিদান ……কলিজার টুকরো…বুকের ধন
আর তাই সকলের জন্য আজ প্রতিকী ত্যাগ অনন্তকাল ধরে,
যার নিগূঢ় অর্থ-যত লোভ-লালসা-অহংকার-আমিত্ব অন্তরে অন্তরে…
তাকে বলিদান। সকলেই ত্যাগ করে একজনের খুশির জন্য।
আজ কী দেখছি……দশা একেবারেই ভিন্ন……
সেই প্রতিকী ত্যাগে আজ প্রিয়তার মূল্য
পুনর্বাসিত হয়েছে বিত্তমূল্য দ্বারা; কেবলই উচ্চতায় তুল্য -
কোনটা দেড়কোটি, কোনটি পনের লক্ষ……পনের হাজার
বাকিসব শূন্য মূল্যে ভোগের হাসি হাসার
জন্য ঘন্টার পর ঘন্টা নাভীশ্বাস যুদ্ধ……পদপিষ্ট হয়……
রক্ত ঝরায়।
এ কী দেখছি আজ……
একটা দেশের মধ্যে আর একটা দেশ! বড্ড বিপরীত মেজাজ!
কতিপয়ের বাংলাদেশ! যেখানে বিত্তমূল্য হাসে ত্যাগের হাসি
শূন্য-মূল্য খোঁজে ভোগের খুশি
আর ভগবান হাসে বুঝি অট্টহাসি……