আমিও হতে পারি এক সৈনিক আজ
কেবলই স্বপ্নচারি
আমিও হতে পারি ডামি এক রাজা
নিতান্তই গল্পভারী
কিন্তু না-না-না, আমি তা হবো না
আমি কি হতে পারি?
আমি আজ হতে পারি কোন এক প্রজা
বিরল সে স্বৈরাচারি