হঠাৎ করেই সেদিন কোন এক উদ্ভ্রান্ত উল্কার মতো যেন হারানোর ছলে
আমি এক ঐন্দ্রজালিক আঁধারের গহীন-গহন এক ট্রায়াঙ্গলে
হারিয়ে গেলাম। তারপর বারবার উত্তেজিত সময়ের প্রবল আঘাতে আঘাতে
নিজেরে ভেঙে ভেঙে কেবলই চৌচির করি; ফিরিনা সহসা আমাতে
আর। সে দিন শরীরের বিন্যস্ত তারেতারে
অপার্থিব অশ্রুত এক গীটারের ঝংকারে
শুনেছিলাম ইস্রাফিলের শিঙ্গার
বিকট চিৎকার
সেদিন হয়েছিল বুঝি আমার জগত-সংসার বিলয় ক্ষণিকের তরে
আর আমি তাই হলাম অকাট্য স্রস্টা এক, কোন এক স্বপ্নের সাগরে
সাতরে সাতরে কেবলই আলোকময় এক তকতকে ঝরঝরে
নতুন পৃথিবীর কোলে; বড়ই কাংখিত এক ভ্রূণ সময়ের ঘরে