রাধিকার দশদশায় আমি পুড়েছি শতবার
আর ভগবানের বিষের ভান্ড ছুঁয়েছিও বটে
মার্ক্সের ডলার চুরি, সেও করেছি নির্বিকার
মধুকরদের ভন্ডামী ফাঁস করেছি অকপটে
এই আমি, সেই আমি, ঐ আমি সবই ফাঁকি
ভেতরের আমি বাইরের আজ, বাইরের আমি নাই
এবার শুধু বাকি, শুধুইযে পলাশ হতে বাকি-
একটা সুন্দর সন্ধ্যার আবির যদিবা পাই