হে নারী, তুমি যদি চাও আমি আকাশ হবো
শর্ত দিবো, শর্ত দিবো-
আমায় সুখ-সুখ স্পর্শ দিলে
মনের গভীর আকাশের নীলে
তোমায় আমি তারকার স্বপ্ন দিবো, স্বপ্ন দিবো
হে নারী, যদি অনুমতি দাও আমি মেঘ হয়ে যাবো
শর্ত দিবো, শর্ত দিবো-
আমায় কদম্ব-ভালোবাসা দিলে
মোলায়েম সুবাসে কাছে টেনে নিলে
আমি তোমার শরীর ভেজাবো, শরীর ভেজাবো
হে নারী, যদি বাসনা করো, আমি সুনীল সমুদ্র হবো
শর্ত দিবো, শর্ত দিবো-
আনকোরা হৃদয়ের কান পেতে দিলে
বাড়ন্ত বাতাসের তানপুরা-তালে
আমি তোমায় জলের গান শোনাবো, গান শোনাবো
হে নারী, যদি কামনা করো আমি সুউচ্চ পাহাড় হবো
শর্ত দিবো, শর্ত দিবো-
তুমি স্বপ্নঝরা দৃষ্টি ছড়ালে
চন্দ্রমুখি কামনার দুহাত বাড়ালে
আমি দূর থেকে তুষার-শুভ্র প্রেম বিলাবো, প্রেম বিলাবো