বেশ কয়েকদিন যাবত ভাবছি আমি-
কপাল আর ভাগ্য কি একই সমতল ভূমি?
না, এর কোন জবাব পাইনি।
কপাল-তারেতো চিনি, তাই খুঁজতে যাইনি
কখনো-কী আছে সেখানে। লোকে বলে
চার আঙুল ম্যাপ, বড়ই সমান্তরাল চলে,
কখনো উত্তল। সব কিছুই নাকি ঠিকঠাক
হয়ে আছে সেখানে; শক্তিশালী মাইক্রো চিপ যেন এক
আমারটাতো আমি চিনি-সাতপোঁড়া, সাত-ফাঁটা
এবার শেষ বারের মতো ফাঁটিয়ে গোটাটা
একেবারে ভেঙেচুরে
দিয়েছি ফেলে আস্তাকুড়ে।
আর ভাগ্য- কী আছে সেখানে? কীবা তার আকার
তারেতো আদৌ চিনিনা, কীবা তার অদৃশ্য বিস্তার;
কত ফুট কত ইন্চি?
সে কি আদৌ আছে! তার সাথে আমি কি আছি?
এবার তাই অজানা ভাগ্যের সাথে শেষ খেলা হবে;
আমি হবো শক্তিশালী মাইক্রো চিপ-দেখবো কে কোথা যাবে;
আর খুঁজবোনা শান্তি কোন ব্যথানাশক মলমে
এবার শেষ খেলা হবে ডিজিটাল কাগজে-কালিতে-কলমে।