অবাক বাঙালি!
তেপ্পান্ন বছর লেগে গেল
একটি সলিডারিটি-ডে খুঁজতে?

বলি তোমায়-
আর কত কত শতাব্দী লাগবে
সেই অপরিহার্য যাদুর ছকটি বুঝতে?

সেই সে ছক,
যে ছকে কেবলই বাঙালিই সেরা!
তাই হবেনা আর ডামির সাথে যুঝতে।