আমার ভালোবাসা যেন কৃষ্ণচূড়ার রক্তমিছিল
কিংবা ক্ষণিক আবিরের ছটা রক্তিম কোন সন্ধ্যায়
তাইতো তোমার কুমারিত্ব যেন আজি টলমল জলে
সর্পিল শাপলা এক; কেবলই ভেঙে যায়, ভেঙে যায়
আমার ভালোবাসা যেন এক কোকিলের কুহু-কণ্ঠ
তাইতো তুমি অবিরাম কান পেতে রও, কান পেতে রও
চেয়ে থাকো চন্দ্র-মল্লিকার মতন রূপালি জোছনায়
সুরের সাগরে কেবলই শরীর ভেজাও, শরীর ভেজাও
আমার ভালোবাসা যেন দুর্বাপত্রে ভোরের শিশির
কোন ভৈরবী মৃত্যুর আগে কেবলই টলমল জীবন
তাইতো কালোমানিক কৃষকের মতন যেন হায়!
প্রতিদিন সিক্ত হয়, সিক্ত হয় তোমারই রাধিকা-চরণ