বাইনারি মগজের এ কালের এই পরিপুষ্ট যাপন-লীলায়
এখনও শহরের পথে-পথে মোড়ে-মোড়ে
গড়ে ওঠে শালু-লালিমায় পাথর-আস্তানা!
আমরা এখনও ভাগ্যের খোঁজে
জনেজনে অবলীলায় পাথর ছুঁয়ে যাই!
এই শহর এমনই বাউল!

সেই সে জেগে উঠা চেকার্ড চেতনার বয়োসী পলল-চরে
আজ দিব্যি জবরদখল করে
এক আজব পাথর সময়!
জীবন এমনই এক বিপন্ন বাউল
হলো সে কবে!
 
এখানে অজস্র ঝাড়বাতি-সভ্যতার
অতি সাব-লেয়ারে দেখি-
ঈশ্বরের সাথে পড়ে আছি আমরাও আবছায়া আঁধারে
তাহলে আমরা কি সকলেই মৃত!
-সমস্বরে মৃতের কান্না ভাসাই
শহর-শ্মশানের বিপন্ন বাতাসের
তানপুরা তালে?
 
আমরা এখানে আজ যেন আমাদেরই গুপ্ত-ঘাতক
আর সময়, সময়ের বিপরীতে রীতিমত
এক কৌশলী জুডাস!
তাই ভুলে যাও এই পাথর সময়
শহর-বাউলের বেশ-ভূষা ছেড়ে
জেগে ওঠো মৃতেরা

আত্মারা ডেকেছে শোন ঐ বারবার-
তাই এখনই প্রিয় সত্তার
মুখ ভূলে যাও
কোমল বন্ধন ছিড়ে জেগে ওঠো পুনর্বার
সকলে হাতে হাত মিলিয়ে
কেননা, এখনই সময় হয়েছে আবার
এক প্রেক্ষিত-যুদ্ধে যাবার