পান্তাভাতে ঘি

কবি বলেছিলেন-“ও পাড়ার সুন্দরী রোজেনা
সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে কবিতা বোঝে না!”
আসলে কি তাই? আসলে রোজেনা
ডানও বোঝে না, বামও বোঝে না
সে ঝলমলে আলো দেখে কেবলই সুখ খোঁজে
অন্ধকারেরও যে বিধ্বংসী রূপ আছে, তা কি সে বোঝে?
সে গরম সুন্দরী তবে নরম মানবী, কথার মারপ‍্যাচ বোঝে না
সে সোজা কথা বলে, সোজা পথে চলে, তাই সে রোজেনা
তোমরা কি জানো বাহে, রোজেনা বোঝেটা কি?
হয়তোবা বোঝে, গতরে ঢেউ নিয়ে পান্তাভাতে ঘি;
আর আমরা বুঝি-
বাদশাহী মগজের ফকিরী অপব‍্যয়ে কবিতার ভাঁড়ামি;
সেতো তুমি, সেতো আমি!