পৃথিবীতে আদৌ কি কবি বলে কেউ আছে? আসলে
কোনদিন কোন আবেগের ছলে
হয়ত কেউ ‘কবি’ নামটা দিয়ে ছিল; অনেকেই তো তাকে পাগল বলে
এমনকি জমিনের আকাশের মহান যিনি।
তবে একথা সত‍্য- যিনি বেশি পাগলামী করেন শুধুই তিনি
বেশিবেশি হাততালি পান
আর তাই বুঝি বেজে ওঠে কবি ও কবিতার গান
তাবৎ অকবিদের কানেকানে
এমনকি পাথরের প্রাণে