অতঃপর, প্রতিদিনের একটু একটু করে মরে যাওয়ার মতো
জীবনের অসহ্য কটুপনা স্বাদ থেকে অন্ততঃ
মুক্তি পেলাম, আহা! মুক্তি পেলাম
একান্ত নির্জনে-নিভৃতে আজ সমাহিত হলাম
পুন্জিভূত বন্চনার সুউচ্চ পাহাড়ের তলে
কেবলই নোন্তা-মিষ্টি বাষ্পীভূত দুচোখের জলে
অতঃপর, আমার আমিকে বলছি-তবু দুঃখ পেওনা;
নিশ্চয় সোনা পাবে; এতো সুবর্ণভূমি! ছেড়ে যেওনা
বরং, করুণা করো নিজেকে, যে কিছু গায়ে মাখেনা
যে ভদ্রবেশি দুষ্টু হতে পারেনি কখনো, আর যারা অন্ধ; চোখে দেখেনা,
সেই কটি মানুষকে আজ বড়বেশি করুণা করো
তুমুলভাবে করুণা করো, যত পারো
কেননা, তাদের বিবেক মরে গেছে, নবগঙ্গার মত পঁচে গেছে, মজে গেছে
তাই সেখানে ভরে আছে, কেবলই ভরে আছে
বিষাক্ত জল-কীটেরা। তাদের অনুভূতি আজ শুকিয়ে গেছে;
যেন আগ্রাসী এক মরুভূমি আদিগন্ত পড়ে আছে
সেখানে কেবলই ক্ষণে ক্ষণে বালুঝড় হয়
তাই, তাদের কাছে এমন কিছু চাওয়া ঠিক নয়
যা কিনা ফাগুনের প্রশান্তির পরশ কিংবা বোশেখের নবধারা জল
বড়োসড়ো তেত্রিশ বছর কেটে গেল, বলা যায় পরিপূর্ণ বিফল
একেবারে কলুর বলদের মতো; ক্ষুদ্রতম কক্ষপথে
নিরন্তর ঘুরেছি, ছোটদের ছোটছোট নির্দেশনামতে
এই আমি কত সাজানো কথা বলেছি,
ফরমায়েসি হাজারো কাজ করেছি
আপত্তি কিংবা প্রতিবাদ করিনি কখনো, শুধু চলেছি দিনে-রাতে
গন্তব্যহীন এক গন্তব্যের পথে
তাই আজ যেন মনে হয় বারবার-
‘কলুর বলদ’ বাগধারাটি বুঝি একবিংশ শতাব্দীর এই আমার
জন্য পৃথিবীতে এসেছিল। তাই, কলুর বলদ, তোমাকে অভিনন্দন!
অতঃপর আজ এই প্রান্তবিন্দুতে এসে এই দীর্ঘশ্বাসটি ছাড়তে চায় মন-
আমি কি-ই বা পেলাম!
আর কোথায় বা গেলাম! - নিশ্চিত শূন্য থেকে মাইনাসে এলাম
আর চোখবাঁধা মুখবাঁধা অবস্থায় অতঃপর সমাহিত হলাম
মহাঅস্বস্তির মহাক্লান্তির এক সু-দী-র্ঘ দিনের শেষে
সাকিন-অস্থির অনিশ্চিত এক শূন্যতার দেশে