০৭.গানের গণতন্ত্র ও আমরা
গুরুদেবের গণতন্ত্রের বিশ্লেষণ
আমরা শুনেছি গানের বোলে
এমনই গণতন্ত্র বল সে কোন,
কোন ‘সবার’ জন্য চলে?
আমরা ‘সবাই’ কি এমন পশুর দল!
যে সময়, বড্ড অসময় হলে
দড়িটা বাড়িয়ে ধরলেই কেবল
পরিয়ে নেই নিজের গলে?
(আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে)
০৮.আমার দেখা পৃথিবী
বুদ্ধিজীবীর বুদ্ধি গেল, গেল শ্রমজীবীর শ্রম
রাস্তা-ঘাটে শূন্য আঁকা
ঘরগুলিও রইল ফাঁকা
কেমনতরো রহস্যমাখা!
কোথায় গেল এত মানুষ, কেমন কাজের ক্রম!
তৃতীয় চোখে দেখি চেয়ে
স্বর্গ-মর্ত্য-আকাশ বেয়ে
ঝড়ের বেগে বেড়ায় ধেয়ে
নব্য যুগের নতুনেরা; কেবল ভ্রমজীবীর ভ্রম।
৯.ঘরের খবর
আমরা তো আজ সবাই রাজা
সবাই আমরা গর্ব করি
পরা স্বামিত্বে
আমরা কভু দেখি নাকো
আমরা সবাই কেবল ফাঁকা
রুগ্ন আমিত্বে