৪৩.কাঁদিস না মনা

যেতে হবে তোরে
কেন দেরি ওরে
কাঁদিস না মনা
যত আগে যাবি
তত ভালো রবি
বুঝিস না সোনা?
 
৪৪.পোঁড়া বেগুন

একই সাথে কেন হেন
তেলে আগুন জলে আগুন
গণ-জীবন আজ যেন
শুধু পোঁড়া বেগুন বেগুন
 
৪৫.সত্য-মিথ্যা

সুনামি সত্য ধেয়ে আসে হায়রে
আচেহ থেকে লংকা
তোমারই মিথ্যা ছাপিয়া যায়রে
ঐ দূর নীহারিকা