৪০.সম্পর্ক

দীঘিতে শাপলা ভাসে
আকাশে চাঁদ হাসে
কী ফাইন! কী ফাইন!

তুমি আর আমি যেমন
কেবল সারাটি জীবন
রেল লাইন! রেল লাইন!
 
৪১.আজব খেলা

বনে বনে কোণে কোণে বুনো মানুষের হায়!
কেবলই যে উদোম মেলা
কেউ খায়, কেউ চায়, কেযে কারে নিংড়ায়!
যেন মহা আজব খেলা
 
৪২.কেন যাস না

আমি ভাবি তুই যাবি
তুই কেন যাস না?
যাবি কবে কী ভাবে!
খুঁজে কেন পাস না?