অনুকাব্যের আচার ৪ ৫ ৬
(Figurative and Satirical)
৪.গল্প
বাবুদের দহলিজে ছিল মিঁউ রাজা
তিনটি নেংটি ইঁদুর ছিল তার প্রজা
খুনশুটি লেগেছিল রাজা আর প্রজায়
কেটে যেত রাতদিন যুদ্ধ-যুদ্ধ খেলায়
বাবুসাব দেখে-দেখে একদিন রেগে
রাট-ক্লিনার দিয়ে মেরে ফেলে প্রজা
খুনশুটিপ্রিয় রাজা দুখে যায় ভেগে
দেশ আছে, প্রজা নেই, নেই কোন রাজা
৫.কংস মামার দেশে
রক্তমাখা তিনটে ছোরা
দিনটি রাখে ধরে
রাত্রি আসে ছয় বুলেটের
পালকিখানি চড়ে!
দিনও নেই রাতও নেই
এমন কালের ঘরে
রক্তমাখা ফুলশয্যায়
কেমনে বাসর গড়ে?
৬.আমি কেন ভাববো
দেশে আজ ওরা আছে
লুটে খায় তারা পাছে
দেশের যা হয় হোক
আমি কেন ভাববো
ওরা খায় ওরা দায়
তারা আজ ঘুমায় ঘুমায়
আমিযে সুকান্ত হয়ে
থুতনিতে ঠেস দিয়ে
বাংলার মিনি কবি
লিখি অনু-কাব্য
দেশের যা হয় হোক
আমি কেন ভাববো!
বেশি কথা কম কাজ
এই হলো দশা আজ
সব কিছু এক দিন
মূলসহ ডুববো
দেশের যা হয় হোক
আমি কেন ভাববো?