৩৭.ভালোবাসার একটি গোলাপ দে
ভালোবাসার একটি গোলাপ
দেরে ছুঁড়ে দে
আজকে যে তার দাফন হবে
কাফন ছাড়া রে
সে হেসেছে সে কেঁদেছে
সে ভুলেছে যে
আজকে যে তোর ভালোবাসার
পরীক্ষা হবেরে
৩৮.না
দশ-দিগন্ত বিদীর্ণ ক’রে শুধু
না-না-না
অন্তরাত্মা কেঁপে যায়, কেবলই করে
খাঁ-খাঁ-খাঁ
৩৯.কে কার ভাগ্য লেখে
কারবা দিকে চেয়ে আছি আমি
কেবা আমায় দেখে
কেবা করে আজি কাহার বিচার
কে কার ভাগ্য লেখে