৩৪.সনদপত্র
এক নিমিষেই প্রেম যে হয়
এই কাহিনী মানি
তুমি-আমি হলাম তাহার
সনদ পত্র খানি
৩৫.বন্ধুতা
নাইবা যদি হলে আমার
আমি যেন হই
অন্তরহীন বলো তবু
প্রেমহীন নই
৩৬.এও কি প্রেম
চারটি চোখের ক্ষণিক মিলন
এতই কথা বলে
শত বর্ষের প্রতিচ্ছবি
হাজার বছর জ্বলে
প্রেম কি এতই সস্তা জিনিস
ছেলের হাতের মোয়া
তাই যদি হয় হিসাবখানি
বন্ধু ভালো করেই জানি
পেয়েছো তুমি বড়জোর
এক কিংবা দুই পোয়া